শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

থানচিতে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের মতবিনিময়  

থানচি (বান্দরবান) প্রতিনিধি

থানচিতে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের মতবিনিময়  

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্তকৃত থানচি উপজেলা পর্যায়ে সকল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) উপজেলা মিলনায়তনে, উপজেলা প্রশাসন আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, ক্যশৈহ্লা মারমা। সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। 

আর বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মানুন ও পার্বত্য জেলা পরিষদের সদস্য, বাশৈচিং চৌধুরী প্রমুখ। এছাড়া বান্দরবান সদর জেলা হাসপাতালে সিভিল সার্জন, শিক্ষা অফিসারসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ক্যশৈহ্লা মারমা বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষা, চিকিৎসাসহ সকল বিভাগের সরকারি কার্যক্রম জনগণের দোঁড় গোড়ায় সেবা পৌঁছে দিতে হবে। সকল সরকারি কর্মকর্তাদের বিভাগের সরকারি সেবা কাজগুলো নিষ্ঠার সঙ্গে করার আহ্বান জানান তিনি।

টিএইচ